Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

 ** দুধ উৎপাদন : ২০০৮-০৯ অর্থবছরে ০.৩৩৪১২ লক্ষ মেঃ টন হতে বৃদ্ধি পেয়ে ২০২১-২২ অর্থবছরে  ১.২২৭১ লক্ষ মেঃ টনে উন্নীত হয়েছে।

** ডিম উৎপাদন : ২০০৮-০৯ অর্থবছরে ২.০৬৯ কোটি হতে বৃদ্ধি পেয়ে ২০২১-২২ অর্থবছরে  ২৪.৮৭৭৯ কোটিতে উন্নীত হয়েছে।

** মাংস উৎপাদন : ২০০৮-০৯ অর্থবছরে ০.১৭৭৪৪ লক্ষ মেঃ টন হতে বৃদ্ধি পেয়ে ২০২১-২২ অর্থবছরে  ১.২৬৩২ লক্ষ মেঃ টনে উন্নীত হয়েছে।

বর্তমানে ডিমের চাহিদা শতভাগ পুরণ হচ্ছে আর মাংসের চাহিদা শতভাগ পূরণ করে উদ্বৃত্ত জেলার বাহিরে যাচ্ছে।

** দারিদ্র হ্রাসকরণ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থানের সৃষ্টি ।

** কৃত্রিম প্রজনন সম্প্রসারনের ফলে গবাদিপশুর জাতের উন্নয়ন।

** গবাদিপশু এবং হাসমুরগির রোগ নিয়ন্ত্রন এবং চিকিৎসা উন্নয়ন।

** ঘাসচাষ সম্প্রসারনের ফলে গবাদিপশুর সবুজ ঘাসের চাহিদা অনেকাংশে পুরন ।

** দেশী গরু দিয়ে কোরবানী উদযাপন।

** খামার রেজিস্ট্রেশন , নবায়ন কার্যক্রম বৃদ্ধি।

** উঠান বৈঠক কার্যক্রম ।

** নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে মোবাইল কোর্ট ।